ইডেন কলেজের সাবেক শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার



আলী হোসেন মালিকরাজধানীর ভাষানটেক থানার বনানী ডিওএইচএসের একটি নির্মাণাধীন ভবনের অফিস কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম প্রফেসর আলী হোসেন মালিক (৫৮)। ঘটনার পর অফিসের দুই কর্মচারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার সকালে বনানীর ডিওএইচএস -এর দুই নম্বর সড়কের ৫৩/এ নম্বর বাসার তৃতীয় তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ‘দুই কর্মচারী ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই বলা যাচ্ছে না।’
নিহতের ভায়েরা (স্ত্রীর বোনের স্বামী) রতন হোসেন বলেন, ‘আলী হোসেন জীব বিজ্ঞানের শিক্ষক ছিলেন। সর্বশেষ ইডেন মহিলা কলেজ থেকে তিনি অবসরে গেছেন। এরপর একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি নেন তিনি। বনানীতে তাদের একটি অফিস রয়েছে। ওই ভবনের কাজ চলছিল। ভবনের তৃতীয় তলায় তাদের অফিস।আলী হোসেন,তার গাড়ি চালক ও কেয়ারটেকার সহ অন্য স্টাফরা রাতে সেখানে ছিলেন। তার বাসা মিরপুরে। সকালে তার স্ত্রীকে  কেয়ারটেকার ফোন করে বিষয়টি জানান। এরপর আমরা সেখানে যাই।’
নিহত আলী হোসেন এক পুত্র সন্তানের জনক ছিলেন বলেও জানান তিনি।
এআরআর/  এপিএইচ