সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড পুনর্বহালের দাবি

রুহানি

বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড পুনর্বহাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এছাড়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আট দফা দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, 'সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ডটি পূনর্বহাল করতে হবে। বিকল্প ব্যবস্থা না করে ট্রাকস্ট্যান্ডটি সরানোর ফলে কোথাও গাড়ি রাখার জায়গা না পেয়ে পুলিশ হয়রানি ও মামলার স্বীকার হতে হচ্ছে।’

তিনি বলেন, 'রাজধানীসহ প্রতিটি জেলায় জরুরিভিত্তিতে ট্রাক টার্মিনাল ও প্রয়োজন মতো ট্রাকস্ট্যান্ড দিতে হবে। বিকল্প ব্যবস্থা না করে তেজগাঁও গাবতলী, বালুঘাট, কমলাপুরসহ কোথাও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা চলবে না।

তিনি আরও বলেন, 'উচ্ছেদের নামে পুলিশি রেকার বাণিজ্য বন্ধ করতে হবে। বেসরকারি রেকার মালিকদের সঙ্গে যোগসাজশে এক শ্রেণির পুলিশ কর্মকর্তাদের  বেপোরোয়া চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

আয়োজক সংগঠনের সদস্য সচিব কাউসার আহমেদ পলাশ উপস্থিত ছিলেন। এছাড়া মানবন্ধনে কয়েক'শ শ্রমিক উপস্থিত ছিলেন।

 

/আরএআর/এসটি/