রাজধানীতে ভুয়া এএসপি গ্রেফতার

গাবতলী থেকে ভুয়া এএসপি সাগরকে আটক করে পুলিশ

এএসপির ভুয়া পরিচয় দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করছে ঢাকা মেট্রো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম সাগর মিয়া (৪৫)। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর গাবতলী এলাকা থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পরিচয় ব্যবহার করে কনস্টেবল পদে চাকরি দেওয়া ও জমিজমা উদ্ধার করে দেওয়ার নামে বিভিন্ন লোকজনকে প্রতারিত করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, তার প্রকৃত নাম মজিবর মুন্সি। আটকের সময় তার কাছ থেকে এএসপি সাগর নামে ভিজিটিং কার্ড, একটি সিল, নকল জাতীয় পরিচয়পত্র ও দুইজন কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীর বায়োডাটাসহ প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সে ফরিদপুরের মধুখালীর পাইককান্দি গ্রামের বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশে নিয়োগের নামে প্রতারণা করে আসছে সাগর ওরফে মজিবর। সে অসংখ্য লোকের কাছ থেকে চাকরি দেওয়াসহ জমিজমা দখল করে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনা মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়েছি। অধিকতর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।’

ভূয়া এএসপি সাগরের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানাতেও ওয়ারেন্টসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পিবিআই জানিয়েছে।

/আরজে/টিএন/