জনভোগান্তি বিবেচনায় র‌্যালি করবে না দুদক

মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান ও টিআইবির প্রতিনিধি দলদুর্নীতিবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে র‌্যালির কারণে ট্রাফিক জ্যামে জনভোগান্তির সৃষ্টি হয়। সেই বিবেচনায় এবছর থেকে র‌্যালি না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি যথারীতি পালন করা হবে।
সোমবার দুপুরে দুদক কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ মতবিনিময়কালে এ তথ্য জানান। এসময় পারস্পরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতবিনিময়ের এসব তথ্য জানানো হয়।
ভবিষ্যতে স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের কোনও কর্মসূচি স্কুলে পালন করা হবে না বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গত দেড় বছরে টিআইবি ও দুদকের যৌথ উদ্যোগে  ১২টি গণশুনানি ও চারটি তথ্য মেলা বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি। তবে দুদক চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘গণশুনানির বিষয়ে একটি গবেষণালব্ধ মূল্যায়ন জরুরি। ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেলে আরও বেশি করে গণশুনানি আয়োজন করা যেতে পারে।’
মতবিনিময়কালে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান পদ্ধতিগত দুর্নীতি দমনের বিষয়ে জানতে চাইলে  দুদক চেয়ারম্যান বলেন, ‘ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি ও ফ্ল্যাটের বাজার মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত মৌজা রেইট বা সর্বনিম্ন মূল্যের ব্যাপক পার্থক্য নিরসণের বিষয়ে সরকারকে জানানো হয়েছে। ভূমি ও ফ্ল্যাটসহ প্রতিটি কেনা-বেচাতে পদ্ধতিগত স্বচছতা থাকা উচিত। যেসব পদ্ধতিতে ত্রুটি রয়েছে, সেসব পদ্ধতি সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে।’

দুদক ও টিআইবি’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধিতে দুদকের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন,‘সমঝোতার মাধ্যমেই যৌথভাবে বিভিন্ন প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, টিআবির কর্মকর্তা সুমাইয়া খায়ের ও রিজোয়ানুল হক প্রমুখ।

আরজে/ এপিএইচ/