স্বামীর সঙ্গে বিবাদের জেরে গায়ে আগুন, দগ্ধ নারীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালরাজধানীর মিরপুরে অগ্নিদগ্ধ এক নারী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহত নাসরিন বেগম (৩২) একটি বেসরকারি ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন। তার স্বামী মো. জসিমের দাবি, ঝগড়ার পর নাসরিন রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। জসিমকে আটক করেছে পুলিশ।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে নাসরিন মারা যান। তাকে বুধবার দুপুরে ঢামেকে আনা হয়েছিল।

নাসরিনের চাচাতো ভাই নাজমুল জানান, নাসরিনের বাবার নাম জজ মিয়া। তাদের বাড়ি নরসিংদী শিবপুর থানার চৈতন্যা গ্রাম। আর নাসরিনের স্বামী মো. জসিমের বাড়ি বরগুনায়। জসিম একটি রেন্ট এ কার কোম্পানিতে গাড়িচালক হিসেবে কর্মরত। বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে নাসরিন এ জসিমের মধ্যে ঝগড়া হয়। পরে নাসরিনের গায়ে আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে আসেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নাসরিনের গায়ের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকেম মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ঢামেক হাসপাতাল থেকে জসিমকে গ্রেফতার করে নিয়ে যায় বলেও জানান নাজমুল।

আরও পড়ুন- 


হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/এআইবি/এফএস/