ঢাকা লিট ফেস্ট-২০১৬

প্রকাশকদের যত আক্ষেপ

প্রকাশনা ব্যবসা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশ্ববাজারে বইয়ের দাম চড়া হলেও দেশের বাজারে স্বল্প মূল্যে বই বিক্রি করতে হিমশিম খাচ্ছেন তারা। এর পেছনে অনেক কারণ থাকলেও লেখকদের সহযোগিতার অভাবকেই দুষছেন প্রকাশকরা। ঢাকা লিট ফেস্টের ২য় দিন ‘পাবলিশার’স পেইন’ শীর্ষক সেশনে প্রকাশকদের আক্ষেপ নিয়ে আলাপচারিতার সময় এসব কথা বলেন বক্তারা।

‘পাবলিশার’স পেইন’ শীর্ষক সেশন

তারা আরও বলেন তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে সাথে তাদেরও প্রকাশনার ধরনে পরিবর্তন আনা প্রয়োজন। তবে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে সহসাই প্রযুক্তিগতভাবে পরিবর্তন সম্ভব নয়, এক্ষেত্রেও সবচেয়ে বড় বাধা মনে করেন পাইরেসি। পাইরেসির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নেওয়া হলে প্রকাশনা ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে।

এছাড়াও তারা মনে করেন ই-বুকের চেয়ে ছাপা বইয়ের চাহিদা প্রায় ৯০ শতাংশ বেশি। ছাপানো বই মানুষ দেখতে চায়,  পড়তে চায়। তাই বাংলাদেশ কিংবা ভারতে সহসাই ই-বুকের অনলাইনভিত্তিক ব্যবসায় যাওয়া যাবে না। প্রকাশনার বিপণনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভুমিকা রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমটিকে কাজে লাগানোর জন্যও গুরুত্বারোপ করেন বক্তারা।

এই সেশনে বক্তারা ছিলেন মাহরুখ মহিউদ্দিন, এড্ডীন খু, ভি কে কার্তিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেজার দোযা।

/এনএ/