ঢাকা লিট ফেস্ট-২০১৬

‘চলচ্চিত্র একটি স্বতন্ত্র ভাষা’

‘চলচ্চিত্র সাহিত্য নয়, একটি রূপান্তর হতে পারে। চলচ্চিত্র স্বতন্ত্র একটি ভাষা। এক অর্থে সব শিল্পকলাই সাহিত্য। সাহিত্যিক হতে হলে যেমন প্রচুর পড়তে হয়, ঠিক তেমনি নির্মাতা হতে হলে প্রচুর দেখতে হবে’- নতুন নির্মাতাদের উদ্দেশ্যে এভাবেই বললেন ১৯৭৯ সালে যৌথভাবে সেরা পরিচালক ক্যাটেগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মসিহউদ্দিন শাকের। ঢাকা লিট ফেস্টের সমাপনি দিনে কে কে টি মঞ্চে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় সাথে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর সিনিয়র লেকচারার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

মসিহউদ্দিন শাকের ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন

নির্মাতা শাকের মূলত তার জীবনের সবচেয়ে বড় সাফল্য বিশিষ্ট গ্রন্থকার আবু ইসহাকের কালজয়ী উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পেছনের গল্প সবার সামনে তুলে ধরেন। বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্র ১৯৭৯ সালে ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। অনুদান ছিল ২.৫ লক্ষ টাকা কিন্তু চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘অপুর সংসার’ এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন ছবির ভাষা এমনটাই হওয়া উচিত।

/এনএ/