ঢাকা লিট ফেস্ট- ২০১৬

‘বব ডিলান কবি নন’

ঢাকা লিট ফেস্টের শেষ দিনের বৈকালিক সেশনে একটি আলোচনায় বব ডিলান কবি নয় বলে মন্তব্য করেন মার্কিন কবি বিজয় সেশাদ্রি। তবে তিনি যা লিখেছেন তা মহান সাহিত্যকর্ম বলেও মন্তব্য করেন তিনি।

‘স্টিল হেয়ার আফটার অল দিস ইয়ার্স’ শীর্ষক সেশনে

‘স্টিল হেয়ার আফটার অল দিস ইয়ার্স’ শীর্ষক এ সেশনে আরও উপস্থিত ছিলেন কবি খাদেমুল ইসলাম এবং জেফরি ইয়ং। আলোচনাটি সঞ্চালনা করেন আমিনা ইয়াকিন।

বিভিন্ন দেশ ও ভাষার কবিতা নিয়ে আলোচনা করেন তারা। আলোচনার এক পর্যায়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে বলেন, ‘কবি একটি নির্দিষ্ট ভাষার প্রতিনিধিত্ব করলেও সবসময় একটা নির্দিষ্ট জনগোষ্ঠিকে প্রতিনিধিত্ব করেন না।’

বড় কবি সাহিত্যিকদের আড়ালে নবীন সাহিত্যিকেরা হারিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খাদেমুল ইসলাম বলেন যে বড় সাহিত্যিক ছাড়াও সব ভাষাতেই অনেক গুরুত্বপূর্ণ লেখক থাকেন যাদের লেখার মাঝে ওই দেশ ও ভাষার ঐতিহ্য ফুটে ওঠে।

এক দর্শকের প্রশ্নের জবাবে জেফরি ইয়ং বলেন, ‘কবিরা সমসাময়িক বাস্তবতায় অনুপ্রাণিত হয়ে কবিতা লেখেন, কোনও মূল্যবোধ প্রচার করার জন্য নয়।’

 

/এনএ/