মঈনুল আহসান সাবের ও মোস্তাফিজ কারিগর পেলেন জেমকন সাহিত্য পুরস্কার

 

পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা

জেমকন সাহিত্য পুরস্কার ২০১৬ পেয়েছেন মঈনুল আহসান সাবের ও জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ কারিগর। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্ট থেকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।

শনিবার সন্ধ্যায় মেইন স্টেজ থেকে এই পুরস্কার দেওয়া হয়।মঈনুল আহসান সাবেরকে তার উপন্যাস ‘আব্দুল করিম যে কারণে মারা গেল’ ও মোস্তাফিজ কারিগরকে তার পাণ্ডুলিপি ‘বস্তুবর্গ’-এর জন্য পুরস্কার দেওয়া হয়।

এবার সাহিত্য পুরস্কারে মূল্য বাড়িয়ে আট লাখ টাকা ও তরুণ কথাসাহিত্য পুরস্কার দুই লাখ টাকা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত থেকে আসা জহর সেন মজুমদার ও অধ্যাপক ঝর্ণা রহমান, ত্রিপুরার কবি আকবর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কবি শামীম রেজা।

পুরস্কার নিচ্ছেন মঈনুল আহসান সাবের

পুরস্কার প্রদান শেষে সাহিত্যে পুরস্কারের প্রভাব নিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনায় উঠে আসে দেশ-বিদেশের সাহিত্য পুরস্কারের নানা দিক।

এ সময় কথাসাহিত্যিকও ঢাকা লিট ফেস্ট ও জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘যারা পুরস্কার গ্রহণ করেছেন, তারা আমাদের মহিমান্বিত করেছেন। পুরস্কার লেখককে মহিমান্বিত করে না। লেখক পুরস্কারকে মহিমান্বিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘পুরস্কার প্রদানের উদ্দেশ্য অর্থ প্রদান নয়। তবে যেহেতু আজকাল সবকিছুই অর্থের মানে নির্ধারণ করা হয়। এ কারণেই পুরস্কারের সঙ্গে অর্থ প্রদান। আমরা যে এই পুরস্কারটাকে গুরুত্ব দেই একারণেই এবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।’

পুরস্কার প্রাপ্তির অনুভূতি নিয়ে বলতে গিয়ে মঈনুল আহসান সাবের বলেন, ‘পুরস্কার পেলে আনন্দ পাই সত্যিই। তবে না পেলে হতাশ হই না। তবে এটুকু বলতে পারি জীবনে প্রথম পাওয়া সেই সময়কার স্বনামধন্য ফিলিপস পুরস্কার পাওয়ার মতোই আনন্দ পেয়েছি।

পুরস্কার গ্রহণ করছেন মোস্তাফিজ কারিগর

জেমকনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তিনটি কারণে আমি জেমকনকে ধন্যবাদ দিতে চাই। এক, ১৬বছর ধরে তারা লেখক-সাহিত্যিকদের পুরস্কার দিয়ে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। দুই, তারা লেখকদের ভালোবাসে,সাহিত্যের কদর ও শ্রদ্ধা করে। তিন, তারা পুরস্কারের অর্থমূল্য সম্পর্কে সচেতন।’

মোস্তাফিজ কারিগর বলেন, ‘পুরস্কার বড় কাজ করার  অনুপেরণা দেয়। আমার জন্য এটি খুব বড় অনুপ্রেরণা।’

/এনএ/