আন্তর্জাতিক অঙ্গনে কথাসাহিত্যকেই ছড়িয়ে দেওয়ার পক্ষে

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ছড়িয়ে দিতে কী ধরনের লেখা অগ্রাধিকার দেওয়া উচিত?বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার বিষয়ে বহু বছর ধরেই আলোচনা চলছে। এ উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগে চলে অনুবাদের কাজও। তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে হলে কী ধরনের লেখা অগ্রাধিকার পাওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে পাঠকরা এগিয়ে রাখলেন উপন্যাস ও গল্পকেই।
১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টে ৫০০ জনের ওপর একটি জরিপ পরিচালনা করে বাংলা ট্রিবিউন। জরিপের প্রাপ্ততথ্য থেকে দেখা যায় ৩৯ শতাংশ মানুষ মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যের উপন্যাসকেই অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদিকে গল্পের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ অংশগ্রহণকারী।
এছাড়া প্রবন্ধের পক্ষে ৬.৬০ শতাংশ, আত্মজীবনীমূলক ও গবেষণামূলক গ্রন্থের পক্ষে ৬ শতাংশ, কবিতার পক্ষে ৫.৪০ শতাংশ সাধারণ মানুষ মত দিয়েছেন।

এসএএস/এমএনএইচ