কারখানায় আগুনে দগ্ধ ২০ নারী শ্রমিক ঢামেকে

সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২০ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ৬টি অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে আসা হয়।

আশুলিয়ায় আগুনে দগ্ধ কয়েকজন

আগুনে পুড়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা আহতরা হলেন- মাহমুদা, মুক্তি, আঁখি, খাদিজা, হালিমা, নিহারা, রিতা, নাজমা, ফাতেমা, জলি, আবিদা, শিমু, সোনিয়া, সখিনা, শরীফা, ফারজানা, সনি, বিজলি, জান্নাতি ও লাভলি। 

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিকিৎসাধীন ২০ জনের কাউকেই আশঙ্কামুক্ত বলতে পারছি না। তবে এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর, তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের আইসিইউতে পাঠানো হয়েছে।’

হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুর গফুর জানান, আমাদের এখানে যেকোনও সময় একসঙ্গে ৫০ জনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আগুনে দগ্ধদের পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, সোমবার বিকাল ৪টা ২৪ মিনিটে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ১৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন: আশুলিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন, দগ্ধ ২০

/আরজে/এমও/