প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধারযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিমন্ত্রী ও তার বাসার লোকজনের দাবি, মিলন টিকাদার (২০) নামের এই গৃহকর্মী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রমনা থানার এসআই আতোয়ার হোসেন জানান, বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিলনের লাশ উদ্ধার করা হয়। রাজধানীর মিন্টু রোডে ৩৯/এ, মিনিস্টার অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা। রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে মিলন মারা গেছে। মিলনের বাবার নাম বিজন টিকাদার, গ্রামের বাড়ি- মাগুরার সদর থানার পোড়াগাড়ি গ্রামে।

এ বিষয়ে বীরেন শিকদার বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও সে (মিলন) দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। তখন আমরা টের পাওয়ায় সে আত্মহত্যা করতে পারেনি। হয়তো তার কোনও মানসিক সমস্যা ছিল।’

আরও পড়ুন- 


‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/জেইউ/এফএস/