নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগসহ গ্রেফতার ২

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরিনেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার চুরি হওয়া ব্যাগসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রুবেলকে রাজধানীর শনিরআখড়া এবং সোলাইমানকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। এদের মধ্যে, একজন পেশাদার চোর এবং অপরজন তার সহযোগী। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (ডিবি দক্ষিণ) মাশরুকুর রহমান খালেক জানান, রুবেল নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, নোটপ্যাড বসুন্ধরা সিটিতে বিক্রি করে দেয়। গোয়েন্দা পুলিশ তাদের অনুসন্ধানের পর সোলাইমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রুবেলকে শনিরআখড়া থেকে গ্রেফতার করা হয়। মিডিয়ায় রুবেলের ছবি প্রকাশিত হওয়ায় সে তার দাঁড়ি কেটে ফেলে।

তিনি আরও জানান, রুবেল টানা পার্টির সদস্য। তাদের দলের আরও লোকের সন্ধান পাওয়া গেছে। বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ওই রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরি হয়।

/এনএল/বিটি/