১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ ইসলামী আন্দোলনের

15311658_1142401609141509_460021809_o

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর মিয়ানমার সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির কয়েক'শ নেতাকর্মী জড়ো হয়ে বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা হলে নয়াপল্টন মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন। পরে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে লংমার্চের ঘোষণা দেন।

এ সময় বক্তারা বলেন, মুসলমানদের ওপর এত বড় হামলা হচ্ছে অথচ বিশ্ববাসী চুপচাপ। কিন্তু আমরা চুপ থাকবো না। আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টায় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ করবো। প্রয়োজনে রক্ত দিয়ে মিয়ানমারকে শিক্ষা দেবে ইসলামী আন্দোলনের কর্মীরা।

এ লংমার্চের নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আয়োজক সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ  ফয়সাল বারী মাসউদ, সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

/আরএআর/এসটি/