স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বিএমএ’র প্রতি আহ্বান নাসিমের

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমস্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনকে আরও এগিয়ে নিতে সহায়তা করার জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সকালে বিএমএ-র নবনির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল  স্বাস্থ্যমন্ত্রীর  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাস ভবনে গেলে তিনি এই আহ্বান জানান। বিএমএ’র নতুন  সভাপতি  ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিশু মৃত্যুর হার কমিয়ে এমডিজি অর্জনসহ পোলিও ও ধনুষ্টংকার নির্মূল করে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। দেশের ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক গ্রাম পর্যায়ে সেবা দিয়ে তৃণমূল মানুষের স্বাস্থ্য মান উন্নয়নে যে অবদান রেখে চলেছে, তাকে বিশ্ব নেতৃবৃন্দ উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে। দেশের দরিদ্র মানুষ যেন সহজে বিনামূল্যে চিকিৎসা সেবা পান, সে লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন থেকে শুরু করে সকল স্তরের হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিএমএ-র নবনির্বাচিত কমিটিকে তৎপর থাকার জন্য মন্ত্রী আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে নির্বাচনের মাধ্যমে বিএমএ-র নতুন কমিটি নির্বাচিত হয়।

জেএ/এপিএইচ/
আরও পড়ুন: ‘গবেষণা ছাড়া ভালো চিকিৎসক হওয়া যায় না’