‘হকার ও রিকশা ঢাকার সৌন্দর্য’


জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমাবেশহকার উচ্ছেদ করে নগরীর সৌন্দর্য বাড়ানো সম্ভব নয়।হকার ও রিকশা ঢাকার হচ্ছে সৌন্দর্য, বলে  মন্তব্য করেন জাসদের সাধারণ সম্পাদক ও জাতীয় সম্মিলিত হকার্স জোটের সভাপতি শিরিন আক্তার এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষ থেকে হকারদের পাশে থাকারও ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক হকার সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয় সম্মিলিত হকার্স জোট।
সমাবেশে শিরিন আক্তার  বলেন, ‘আগামী সংসদ অধিবেশনে হকারদের জন্য  জাতীয় নীতিমালা তৈরি করে তাদের পুনর্বাসন করতে হবে এবং আইন পাশের আগ পর্যন্ত হকারদের উচ্ছেদ করা যাবে না ।’
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘হকারদের জন্য রাজপথে থেকে জাসদ তাদের অধিকার আদায়ের পথে থাকবে। একদিকে সংসদে আইনের জন্য আন্দোলন চলবে, অন্যদিকে রাজপথে অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকবে জাসদ।’  আইন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানান তিনি।
আরএআর/ এপিএইচ/
আরও পড়ুন: 

আগামী নির্বাচনের আগেই খালেদার বিচারের সূত্রপাত করতে হবে: ইনু