ঢামেকে শ্লীলতাহানির চেষ্টায় আটক ১

নারী নির্যাতনঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে থাকা রোগীর এক স্বজনকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রইসউদ্দিন রানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩ টায় তাকে ঢামেক থেকে আটক করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার শিকার নারীর বরাত দিয়ে তিনি জানান, বুধবার মধ্যরাতে মেডিসিন বিভাগের ২২১ নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজনকে মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।  ওই নারী চিৎকার দিলে ওয়ার্ডের লোকজন অভিযুক্ত রানাকে ধরে মারধর করে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে রানা আবারও ওই ওয়ার্ডে আসলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
খবর পেয়ে শাহবাগ থানার এসআই  জাহাঙ্গীর ঢামেকে এসে তাকে  থানায় নিয়ে যায়।
আটক রইসউদ্দিন রানা জানায়, আট থেকে দশ বছর যাবত সে ঢামেকে কাজ করছে। বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজের তত্ত্বাবধানে চার-পাঁচ মাস ধরে ২২১ নম্বর ওয়ার্ডে ধোয়ামোছার কাজ করছে।
রানার ভাষ্য, ‘রাতে ওয়ার্ডে অন্ধকার ছিল। এ সময়  কাজ করতে গিয়ে ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ভয় পেয়ে তিনি চিৎকার করেন। এর বেশি কিছু নয়।’

বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্ম্দ রিয়াজ বলেন, ‘আমি এধরনের খবর জানার পর তাকে ওয়ার্ড থেকে বের করে দিয়েছি।’

আরজে/এআইবি/এপিএইচ