কয়েলের আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে তরুণের মৃত্যু

মৃতদেহরাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড এলাকার পোড়াটলি এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মো. নয়ন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণের বাবাও দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নয়নের পরিবার সূত্রে জানা গেছে, নয়ন পোড়াটলিতে একটি চায়ের দোকান চালাত। তার দোকানটি খোলা থাকত সারারাত। রাতভর দোকানে কাজ করে দিনে ঘুমাত নয়ন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দোকান শেষ করে রবিবার সকালে ঘুমানোর সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নয়নের মামা জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাতে দোকানদারি শেষ করে সকালে বাসায় ফিরে কয়েল জ্বালিয়ে ঘুমায় নয়ন। এসময় কয়েল থেকে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। পরে আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় নয়নকে মৃত ঘোষণা করেন।’
জাকির হোসেন আরও জানান, আগুনে নয়নের বাবা শাহজাহানও দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত নয়নের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বাশবুনিয়া গ্রামে।
নিহতের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
/এআরআর/টিআর/