দুই কারাবন্দির মামলা ৩ মাসে নিষ্পত্তির নির্দেশ

High-Court-1_2এক দশকেরও বেশি সময় ধরে কারাগারে থাকা দুই বন্দির মামলা তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বন্দিদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া।
এই দুই বন্দি হলেন আতাইকুলা পুষ্পপাড়ার বাসিন্দা মৃত আরজ আলীর ছেলে কাইলা কালাম (৪২) ও আর নাটোরের সিংড়া থানার মুনারপাড়া নমিরুদ্দিনের ছেলে মো.আব্দুল খালেক। উভয়েই একযুগের কাছাকাছি সময় ধরে যথাক্রমে পাবনা কেন্দ্রীয় কারাগার ও নাটোর কারাগারে বন্দি রয়েছেন।
/ইউআই/  এপিএইচ/
আরও পড়ুন: শিক্ষাসচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল