সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
এর আগে গতকাল প্রথম দিনে পাঁচ হাজার ৮১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯৫০ জন আইনজীবী ভোট দিয়েছেন বলে নির্বাচন বিষয়ক উপকমিটির আহ্বায়ক আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।
এবছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকারসমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াতসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও  আলাদা দুজনসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরকারসমর্থিত (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) প্যানেলে সভাপতি পদে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি রবিউল আলম বুদু  প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিসমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই দুটি প্যানেলের বাইরে সভাপতি পদে  স্বতন্ত্র প্রার্থী ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে অশোক কুমার ঘোষ এবং মো. আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।

/এমটি/ইউআই/ এপিএইচ/