শেকৃবিতে নীল দলের নিরঙ্কুশ জয়

SAU_logoশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে (২০১৭) সবক’টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল কোনও পদেই জয় পায়নি।
সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নজরুল-মিজান পরিষদ ভোট পেয়েছে ৬৮ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৭৫টি। নির্বাচনে ভোট দিয়েছে ৯৪ শতাংশ ভোটার।’
সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন পান ৫২ ভোট। সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ১১৩ ভোট। একই পদপ্রার্থী সাদা দলের অধ্যাপক ড. নাহিদ জেবা পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে দাঁড়ানো সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন পান ৫৭ ভোট। যুগ্ম-সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের অধ্যাপক ড. জামিলুর রহমান পান ৬০ ভোট।
কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মো. একরামুল হক পান ৫৪ ভোট। সদস্যপদে নির্বাচিত হয়েছেন— অধ্যাপক ড. রোকেয়া বেগম (১০৬) , সহযোগী অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম খান (৯৯), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০), সহকারী অধ্যাপক মোঃ মেফতাউল ইসলাম (৯০), সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (৮৯)।

নব-নির্বাচিত নজরুল-মিজান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জানিয়ে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি।’

/এসএমএ/জেএইচ/