এইচএসসিতে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২১৫

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা (ফাইল ছবি)

১০টি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রের দিন শনিবার (৮ এপ্রিল) ১০ লাখ ৬৩ হাজার ৮৬৬ জনের মধ্যে অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৭২৩ পরীক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ১৪৩ জন।  এ দিন ২১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এর আগে গত তিন দিনে বহিষ্কার হয় ২৯৬ জন।  এ নিয়ে চার দিনে মোট বহিষ্কার হয় ৫১১ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৮ লাখ ৮৩ হাজার ৭৪৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৭৩ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৬১৭ জন। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার হয় ১৩৮ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯৩ হাজার ৩৭০ জনের মধ্যে অংশ নেন ৯০ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত থাকে ২ হাজার ৯২৯ জন। বহিষ্কার করা হয় ২৫ জনকে।

এছাড়া কারগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ৭৫৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ২৫৬ জন।  অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৭ জন। বহিষ্কার হয় ৫২ জনকে। 

/এসএমএ/বিএল/