আশকোনায় নিহত দুই জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর

আশকোনায় আত্মঘাতী হামলায় নিহত নারী জঙ্গিরাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা হামলায় নিহত এক নারী ও এক কিশোর জঙ্গির লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ এ লাশ হস্তান্তর করে। ঢামেকের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশকোনায় নিহত কিশোর জঙ্গিউল্লেখ্য, গত বছর ২৩ ডিসেম্বর রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

/জেইউ/এসএনএইচ/