সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মনিরুল ইসলাম সাক্কুকুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নব নির্বাচিত মেয়র মনিরুল ইসলাম সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান মোল্লা রমনা থানায় দায়ের করা দুর্নীতির মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আগামী ৯ মে আসামিকে গ্রেফতার করা গেল কিনা- এ সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুঁলি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়ে, ২০০৮ সালের ৭ জানুয়ারি তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাক্কুর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারি পরিচালক শাহিন আরা মমতাজ।

মামলার অভিযোগে আরও বলা হয়, আসামি এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের হিসাব গোপন করে এবং ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে। গত বছরের ৪ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নূরুল হুদা আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন মনিরুল ইসলাম সাক্কু।

/এসআইটি/এসএনএইচ/