হার্টের রিং বিক্রি বন্ধ রেখেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো

হার্টের রিংওষুধ প্রশাসন অধিদফতর কৃর্তক করোনারি স্টেন্ট বা হার্টের রিং-এর মূল্য নির্ধারণের কমিটি গঠনের ঘোষণার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্টেন্ট বিক্রি বন্ধ রেখেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, হৃদরোগ হাসপাতালে আজ বুধবার (১৯ এপ্রিল) কোনও রোগীকে রিং পরানো হয়নি। সকাল থেকেই হাসপাতালটিতে কোনও অপারেশন হয়নি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) হার্টের রোগীদের জন্য প্রয়োজনীয় স্টেন্ট বা রিংয়ের মূল্য নির্ধারণে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে জাতীয় ওষুধ প্রশাসন অধিদফতর। এই কমিটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রিংয়ের সর্বনিম্ন ও সর্বোচ্চ একটি মূল্য নির্ধারণ করবে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে। পরবর্তী সময়ে অধিদফতরের নির্ধারিত মূল্যেই আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো রিং বা স্টেন্ট বিক্রি করতে বাধ্য থাকবে।
কমিটি কর্তৃক চূড়ান্ত মূল্য নির্ধারণের আগ পর্যন্ত ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে রিং বিক্রি করতে হবে বলে জানায় ওষুধ প্রশাসন অধিদফতর। সংস্থাটির পরিচালক মো. রুহুল আমিন বলেন, ‘এখন থেকে চূড়ান্ত দাম নির্ধারণের আগ পর্যন্ত সব সরকারি হাসপাতালে প্রস্তাবিত দামে স্টেন্ট বিক্রি করা হবে। তবে কেনার সময় অবশ্যই ক্রেতাকে দেখতে হবে স্টেন্টের প্যাকেটের গায়ে পণ্যের মূল্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ রয়েছে কিনা। এসব তথ্য না থাকলে ওই স্টেন্ট কেনা থেকে বিরত থাকতে হবে।’

আরও পড়ুন-

হার্টের রিংয়ের মূল্য নির্ধারণে কমিটি

/জেএ/টিআর/