শেরপুরের তিন মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৪ এপ্রিল) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
আসামিরা হলেন— মোখলেছুর রহমান তারা, অ্যাডভোকেট আকরাম হোসেন ও ডক্টর এমদাদুল হক ওরফে খাজা।
এর আগে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন উল্লেখ করে ট্রাইব্যুনালে একটি আবেদন ও এর শুনানি করে প্রসিকিউশন। প্রসিকিউটর জেয়াদ আল মালুম এই শুনানিতে অংশ নেন।
পরে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন-

তিন দিনের টানা বর্ষণে নাকাল ঢাকা

অসময়ের বৃষ্টিতে রাস্তায় ভাঙন ও জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
/এমটি/ইউআই/টিআর/এপিএইচ/