২২ মামলায় সেলিমা রহমানের জামিন

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ২২টি নাশকতার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আদালত থেকে ১৪টি মামলায় এবং দায়রা জজ আদালত থেকে অপর ৮টি মামলায় তিনি জামিন পান। সেলিমা রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ (সোমবার) সকালে পৃথক পৃথক মহানগর হাকিম ও দায়রা জজ আদালতে সেলিমা রহমান তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর মধ্যে ঢাকা মহানগর হাকিম আদালত থেকে পল্টন থানায় দায়ের হওয়া ৪টি, মতিঝিল থানায় দায়ের হওয়া ২টি, খিলগাঁও থানায় দায়ের হওয়া ২টি, মুগদা থানায় দায়ের হওয়া ৩টি, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ১টি, গুলশান থানায় দায়ের হওয়া ১টি, লালবাগ থানায় দায়ের হওয়া ১টি মামলাসহ মোট ১৪টি মামলায় সেলিমা রহমান জামিন পেয়েছেন।

অন্যদিকে, ঢাকা দায়রা জজ আদালত থেকে পল্টন থানায় দায়ের হওয়া ১টি, মতিঝিল থানায় দায়ের হওয়া ২টি, খিলগাঁও থানায় দায়ের হওয়া ৩টি, মুগদা থানায় দায়ের হওয়া ২টি মামলাসহ মোট ৮টি মামলায় সেলিমা রহমানকে জামিন দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় এসব নাশকতার মামলা করা হয়। গত বছরের জানুয়ারি মাসে এসব মামলায় মুখ্য মহানগর আদালতে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত ও মুখ্য মহানগর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৬ সালের জানুয়ারি মাসে ৮টি মামলায় মহানগর হাকিম আদালতে সেলিমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মহানগর দায়রা জজ আদালত এই আট মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

/এসআইটি/এমএ/টিএন/