বাংলা ট্রিবিউনের সাংবাদিক ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত

ওমর ফারুকবাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে অফিসে প্রবেশের সময় অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদ সংগ্রহ শেষে শনিবার (২৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে অফিসের গেটে এসে পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দু’টি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাকে। শুরুতে চিকিৎসকরা রিং পড়াতে চাইলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তার বাইপাস সার্জারির প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ওমর ফারুকের অসুস্থতায় বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল এবং হেড অব নিউজ হারুন অর রশীদসহ সহকর্মীরা তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। একইসঙ্গে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

/এসএমএ/টিএন/