রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

 

আত্মহত্যার প্রতীকী ছবিরাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুক্তা নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ইন্দিরা রোডের ৪৭/৬ নম্বর ‘ত্রয়ী নীড়’ নামের একটি ভবনের বি-১ ফ্ল্যাট থেকে মুক্তার লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই বাসায় সে এক বছর ধরে কাজ করতেন।
ওই বাসার সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয় মেয়েটি। দরজা নক করার পরও তার সারা শব্দ না পেয়ে বাসার লোকজন মিস্ত্রী ডেকে দরজা ভেঙে তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মোহাম্মদ মামুন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।মেয়েটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ।
/এআরআর/ এপিএইচ/