গ্রাহককে জরিমানার টাকা না দেওয়ায় রবির কার্যালয়ে অভিযান

রবির কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরগ্রাহককে জরিমানার টাকা না দেওয়ায় মোবাইল অপারেটর রবির গুলশান কার্যালয়ে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার বেলা ১টায় তারা রবির অফিসে যান।

অধিদফতর সূত্র জানায়, তিন গ্রাহকের পৃথক তিনটি অভিযোগের ভিত্তিতে রবিকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের জন্য পাঁচ কার্যদিবস সময় চায় রবি। সে হিসেবে চলতি মাসের ২৪ এপ্রিল ছিল অর্থ পরিশোধের শেষ দিন। কিন্তু ওইদিন তারা জরিমানার অর্থ পরিশোধ করেনি।  কালক্ষেপণ করায় সম্পত্তি ক্রক করতে দলবলসহ রবির অফিসে হানা দেওয়া হয়েছে।এখন কর্মকর্তাদের সঙ্গে মিটিং চলছে।

সূত্র আরও জানায়, জরিমানার টাকা পরিশোধ করার জন্য রবিকে পাঁচবার নোটিশ দেওয়া হলেও তারা জরিমানা পরিশোধ করেনি। তাই আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় রবির অফিসে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, ‘এ বিষয়ে আমাদের উচ্চ আদালতে স্টে অর্ডার আছে।’

/আরজে/এইচএএইচ/বিএল/