দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতিকে আইনে রূপ দেওয়ার উদ্যোগ

কওমি মাদ্রাসার প্রতীকী ছবিকওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার পর এবার প্রক্রিয়াটিকে আইনে রূপান্তর করার উদ্যোগ নিচ্ছে সরকার। রবিবার (১১ জুন) দুপুরে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। 
প্রতিনিধি দলের সদস্য মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলা ট্রিবিউনকে জানান, কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টিকে আইনে রূপান্তর করতে প্রক্রিয়া তরান্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ঘণ্টাখানেক এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত পরিষদে যা হয়েছে, আমরা তা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা ও বিভিন্ন কমিটির বিষয়ে তাকে জানিয়েছি।’ 
বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে আরও ছিলেন আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল বাছেস বরকতপুরী, মুফতি নূরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলামও মাওলানা উসামা আমিন। এছাড়া বৈঠকে অংশ নেন শিক্ষা সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ আরও অনেকে। 
/এসটিএস/জেএইচ/