ঢাবি শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন

শহীদুল্লাহ হলঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ হল’ করা হয়েছে। শনিবার (১৭ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শহীদুল্লাহ হলের নাম পরিবর্তনের বিষয়টি অধিবেশনে উত্থাপন করেন ঢাবি উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে সিনেট সদস্যদের অনুমোদনক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।
সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পর ঢাবি উপাচার্য বলেন, ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা পণ্ডিত। তার নামেই নামকরণ করা হয়েছিল শহীদুল্লাহ হল। তবে কোন শহীদুল্লাহর নামে হলটির নামকরণ করা হয়েছিল, তা স্পষ্ট ছিল না। বেশ কয়েকজন আমাকে বিষয়টি জানিয়েছেন। আজ থেকে নাম পরিবর্তনের মধ্য দিয়ে এই অস্পষ্টতা দূর করা হলো।’

আরও পড়ুন-

রবিবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

/টিআর/