সাংবাদিকদের ১০ মিনিটের কর্মবিরতি ২২ জুন

৫৭ ধারা প্রত্যারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশতথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুব এর বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২২ জুনের মধ্যে প্রত্যাহার করা না হলে ১০ মিনিট প্রতীকী কর্মবিরতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
রবিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ের সামনে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার আগে এ কর্মসূচি ঘোষণা করেন ৭১ টিভির রিপোর্টার নাদিয়া শারমিন।

গত ১১ জুন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে প্রতিবেদন হওয়ায় গোলাম মুজতবা ধ্রুব’র বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমান।

এই মামলা প্রত্যাহারে প্রতীকী কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিকরা।

কর্মসূচি ঘোষণার সময় নাদিয়া শারমিন বলেন, ‘২২ জুন ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ মিনিট প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। এছাড়া ওই সময় অফিসে যেসব সাংবাদিক কর্মরত থাকবেন তারাও সেখানে ১০মিনিট কর্মবিরতি পালন করবেন।’

মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকরা মামলা প্রত্যাহারের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে সাংবাদিকরা বলেন, জনগণের অধিকার খর্ব করার জন্য এই আইন এবং এর মাধ্যমে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে। এ আইনের অপব্যবহার করা হচ্ছে। মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমানের বিষয়ে প্রধান বিচারপতির কাছে তদন্ত দাবি করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি ইশারফ হোসেন ইসা, সিনিয়র সাংবাদিক প্রবীর সিকদার, চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার রাশেদ নিজাম, নতুন সময়ের সিনিয়র রিপোর্টার ইমরান আলী, নতুন সময়ের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ মেহেদী হাসান, যমুনা নিউজের ক্রাইম রিপোর্টার সুশান্ত সাহা, ইউথ জার্নালিস্ট ফোরামের রাহাত হুসাইন, অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন এর স্টাফ রিপোর্টার ফররুখ বাবু, আশিক মাহমুদ প্রমুখ।

/আরএআর/এসএমএ/