বিসিকের দুই প্রকৌশলী গ্রেফতার

গ্রেফতার

দুর্নীতির মামলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর দুই প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারকৃতরা হলেন বিসিক পুরকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম খান ও একই বিভাগের সহকারী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। মঙ্গলবার বিকেলে মতিঝিল থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঝালকাঠির নলছিটি থানায় ১৯ জুন দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন, বরিশাল দুদক সাজেকার উপসহকারী পরিচালক মো. আল-আমীন।

দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানা গেছে, ২০১৫ সালের ২৪ জুন থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত বিসিক, শিল্প নগরী, ঝালকাঠি প্রকল্পের অধিগ্রহণ করা ১১.০৮ একর জমিতে মাটি ভরাট কাজের জন্য ৪ টি ভুয়া পুকুর দেখানো হয়। পরবর্তীতে ভুয়া পুকুরে মাটি ভরাট দেখিয়ে প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করে।

মতিঝিল থেকে বিকেলে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আহমার উজ্জামানের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেফতার করে।

/আরজে/টিএন/