শ্রীলঙ্কাকে ৪ কোটি টাকা অনুদান

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহবন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণকে সহায়তা হিসেবে প্রায় চার কোটি (৫ লাখ ডলার) টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। কলম্বোতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মঙ্গলবার (২০ জুন) একটি চেক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার কাছে হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।  তিনি বাংলাদেশে ভূমি ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতার প্রশংসা করে রাষ্ট্রপতি সিরিসেনা বলেন, ‘এ চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে শ্রীলঙ্কা জানতে আগ্রহী। ’
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর নিয়ে তার ভাবনার বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

/এসএসজেড/ এপিএইচ/