শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বিতরণে বাধা নেই

সুপ্রিম কোর্টস্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে দিয়েছেন আদালত। এ সংক্রান্ত একটি আপিল রাষ্ট্রপক্ষ থেকে প্রত্যাহারের পর হাইকোর্টের আগের দেওয়া স্থগিতাদেশও তুলে দেওয়া হয়। এর ফলে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না। মঙ্গলবার (২০ জুন) হাইকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আদালত এই আদেশ দেন।
স্বাধীনতা যুদ্ধে দলিলপত্র বিতরণ বিষয়ক আদেশ দেওয়ার সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
আদালতের আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিতভাবে স্বাধীনতা যুদ্ধের ১৫ খণ্ডের দলিলপত্র দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের নির্দেশ দেন। ১৫ খণ্ডের সেই দলিলপত্র হাক্কানী পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল।
মনজিল মোরসেদ বলেন, ‘প্রকাশিত ওইসব দলিলপত্র বিতরণে তখন তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ও যুগ্ম সচিব নানাভাবে বাধা সৃষ্টি করেন। তখন ২০১১ সালে হাক্কানী পাবলিশার্সের পক্ষ থেকে একটি রিট কর হয়। রিটের রায়ে হাইকোর্ট ওই ১৫ খণ্ডের দলিলপত্র দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণে কোনও বাধা নেই বলে রায় দেন।’
হাইকোর্টের রায়ের পর একই বছরের ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে ওই দলিলপত্র বিতরণে পুনরায় আদেশ দেওয়া হয়। কিন্তু সে আদেশ বাস্তবায়ন না করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে মন্ত্রণালয়। পরে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিলে বিতরণ কার্যক্রম পুনরায় ঝুলে যায়।
তবে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আপিল প্রত্যাহার করায় এ দলিলপত্র বিতরণে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। এখন আগের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ওই দলিলপত্র বিতরণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন-

আসামির অসুস্থতায় সাক্ষ্য গ্রহণ করেননি ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধে আবুল খায়ের গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

/এমটি/টিআর/