স্বাস্থ্য খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান নাসিমের

মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য ভারতের বিনিয়োগকারীদের  আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা ধানমন্ডিতে মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরে বলেন, ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।’
ভারতীয় রাষ্ট্রদূত  এসময় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এদেশের মানুষের জন্য সহজে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ভারতের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি ভারতের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন বলেও মন্ত্রীকে আশ্বস্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী পরে   রাষ্ট্রদূত ও তার স্ত্রীসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে  ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করেন।
/জেএ/ এপিএইচ/