নাশকতার মামলায় বুলু ও ফারুকের জামিন

আদালতনাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও একটি মামলায় দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৭ জুলাই) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বুলু ও পল্টন থানায় দায়ের করা মামলায় ফারুক জামিন পান। হাইকার্টে সোমবারে জামিন পাওয়া দুই মামলাসহ এ পর্যন্ত মোট ১৯টি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু।
/এমটি/টিআর/