জঙ্গি সোহেল মাহফুজের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর

সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার হওয়া নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই)ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রথম দফায় গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী হাতকাটা মাহফুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত
এসআই ফরিদ উদ্দিন জানান, প্রথম দফার রিমান্ড শেষে সোহেল মাহফুজের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবীর দ্বিতীয় দফায় আট রিমান্ডের আবেদন করেন। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারীর ছিল সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল। সিটিটিসি সূত্রে জানা গেছে, ওই হামলায় ব্যবহৃত গ্রেনেড সরবরাহ করেছিল সে। গত ৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকিনি এলাকার একটি আমবাগান থেকে গ্রেফতার করা হয়। পরদিন ৮ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সে জেএমবির ভারতীয় শাখার আমির ছিল

আরও পড়ুন-

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

আশুলিয়ার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন আরাফাত সানি

/এসআইটি/টিআর/