বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত: হাইকোর্ট

High-Court-1_2বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব, শিক্ষা সচিব, বিএসএমএমইউ উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
গত ৬ জুলাই বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের দুই সদস্য পদত্যাগ করায় চিঠি দিয়ে ফলাফল স্থগিত রাখতে বলেন রেজিস্ট্রার। কিন্তু গত ১৩ জুলাই সিইসি অধ্যাপক আতিকুর রহমান নির্বাচন ছাড়াই অধ্যাপক জুলফিকার রহমানকে প্রেসিডেন্ট করে এক পক্ষকে বিজয়ী ঘোষণা করেন।
এরপর অধ্যাপক ফারুক হোসেন ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে নির্বাচনের ফলাফল স্থগিত করা হলো।

/এমটি/জেএইচ/