শহীদ মতিউরের বাবার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক


ঊনসত্তর-এর শহীদ মতিউরের বাবা আজহার আলী মল্লিকের সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ফাইল ছবি
উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ মতিউর রহমানের বাবা আজাহার আলী মল্লিক সোমবার উত্তরায় একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুতে উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় মতিউর রহমান পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সেদিন তিনি মিছিলে অংশ নিয়েছিলেন এবং পুলিশের গুলিতে শহীদ হন। সে সময় মতিউরের লাশের পাশে দাঁড়িয়ে তার বাবা আজাহার আলী মল্লিক জনতার উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমার ছেলে শহীদ হয়েছে-দুঃখ নেই, শহীদের রক্ত যেন বৃথা না যায়’। মতিউর রহমানের রক্ত বৃথা যায়নি। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে।
মতিউরের বাবা আজাহার আলী মল্লিক দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর পেয়েই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
/এসআই/টিএন/