পল্টন থানায় আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা

আইনজীবী শেখ মোহাম্মদ আজাদরাজধানীর পল্টন থানায় শেখ মোহাম্মদ আজাদ নামের এক আইনজীবীর বিরুদ্ধে  শ্লীলতাহানীর মামলা করেছেন এক নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার মামলাটি করেন ওই নারী।

অভিযোগকারী মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি সাত মাস আগে সারাকাম্যাট কোচিং সেন্টারে ভর্তি হন। শেখ মো. আজাদ  কোচিং সেন্টারে ক্লাস নিতেন। গত ১৮ জুলাই বিদায়ী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে আইনজীবী শেখ মো. আজাদ তার নিজ কক্ষে ওই নারীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন। এক পর্যায়ে আইনজীবীকে ধাক্কা মেরে বেরিয়ে আসেন তিনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে শেখ মো. আজাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
/আরজে/এসএনএইচ/ এপিএইচ/
আরও পড়ুন: অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক