বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলেও বহাল

হাইকোর্টদুদকের মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (২৪ জুলাই) বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে  বিচারপতি মো. জয়নুল আবেদীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মঈনুল হোসেন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গত ১০ জুলাই হাইকোর্ট থেকে জামিন নেন বিচারপতি মো. জয়নুল আবেদীন। তার জামিনের আবেদনে বলা হয়, সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। এরপর তিনি দু’বার দুদকে হাজির হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তারপরও গত ৫ ও ১৭ জুন একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, মামলা না হলেও দুদক তাকে গ্রেফতার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিন আবেদন করা হলো।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে নোটিশ দেয় দুদক। এ নোটিশ চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করলেও বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন হাইকোর্ট।
এরপর ওই বছরের ২৫ অক্টোবর দুদক পুনরায় সম্পদের হিসাব দাখিল করতে জয়নুল আবেদীনকে নোটিশ দেয়। এর সাত বছর পর গত জানুয়ারিতে দুদক আবার নোটিশ দেয় তাকে। এ নোটিশে তাকে আগের সম্পদের হিসাব স্পষ্ট করতে দুদকে হাজির হতে বলা হয়। পাশাপাশি তার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত ২ মার্চ সুপ্রিম কোর্টকেও চিঠি দেওয়া হয়। এর জবাবে তদন্ত না করতে গত ২৮ এপ্রিল দুদককে পাল্টা চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে।

/এমটি/ এপিএইচ/