সকালে অপহৃত শিক্ষার্থী বিকালে উদ্ধার

অপহরণ

রাজধানীর দারুস সালাম এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে অপহরণের পর বিকালে উদ্ধার করেছে তার পরিবার। একই এলাকার অপহরণকারীর বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রীটির মায়ের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। 

ওই শিক্ষার্থীর মায়ের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, আগুন (২৩) নামের এক যুবক দীর্ঘদিন থেকে নবম শ্রেণির ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কুল যাওয়ার সময় তাকে অপহরণ করে সে। আগুন পেশায় একজন পরিবহন শ্রমিক।

স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। স্থানীয়দের অনেকে জানান,  ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে আগুন। পরে আগুনের বাড়িতে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বিষয়টি থানায় অভিহিত করলে তারা মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ওই শিক্ষার্থীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক।

এএইবি/এএইচ/