বিমানবন্দরের ফ্লাইট ক্যালিব্রেশনের কারিগরি ব্যবস্থাপনায় স্মার্ট টেকনোলজিস

সিভিল এভিয়েশন অথরিটি ও স্মার্ট টেকনোলজিসের চুক্তি স্বাক্ষর দেশের সব বিমানবন্দরের ফ্লাইট ক্যালিব্রেশনের কারিগরি ব্যবস্থাপনার দায়িত্ব পেল স্মার্ট টেকনোলজিস। এ লক্ষ্যে বুধবার (২৬ জুলাই) দুপুরে  সিভিল এভিয়েশন অথরিটি ও  স্মার্ট টেকনোলজিস একটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০১৯ সাল পর্যন্ত এ কাজ করবে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিসের হেড অফ অপারেশন অ্যান্ড জেনারেল ম্যানেজার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ সম্পূর্ণ অটোমোটেড যন্ত্রনির্ভর এবং আইকাও এর নির্দেশনা অনুসারে পরিচালিত। এসব যন্ত্রপাতির ক্যালিব্রেশন হারালে বা নষ্টের কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। এ জন্য উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতে আইকাও সদস্যভুক্ত দেশগুলোর বিমানবন্দরে এসব যন্ত্রপাতির ক্যালিব্রেশনের সঠিকতা নূন্যতম প্রতিবছর রুটিন চেক করার  বাধ্যবাধকতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউকে ফ্লাইট ইনস্পেকশন ইউনিট এফসিএসএলের কারিগরি সহায়তায় স্মার্ট টেকনোলজিস এ সেবা দেবে। এ কাজে পাঁচ কোটি ৮ লাখ টাকা ব্যয় হবে ।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির

সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং মেইনটেন্যান্স অ্যান্ড স্টোরস ইউনিটের (সেমসু) পরিচালক মাসুম পাটোয়ারী, স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এএম