চকবাজারের বাসায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

নার্স পাখিচকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলিয়া পারভীন পাখি’র (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা— গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। চকবাজার থানার এস আই আশরাফুল আলম এ তথ্য জানান।
আশরাফুল আলম বলেন, ‘চকবাজার থানার মলাই বিবির গলির ওমেশ দত্ত রোডের ৩৪/৩৫সি বাড়ির ষষ্ট তলায় নাসির উদ্দিনের বাসায় সাবলেট থাকতেন পলিয়া পারভিন পাখি ও তার এক সহকর্মী। রাত ৮টার দিকে নাসির উদ্দিন থানায় খবর দেন পাখি আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি।’

নাসির উদ্দিন বলেন, ‘পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় থাকতেন তারা। গত তিনমাস ধরে আমাদের একটি রুমে থাকেন পাখি ও তার সহকর্মী খালেদা। রবিবার বিকেল পাঁচটার দিকে পাখির স্বামী আমাকে ফোন করে জানান, তাকে ফোনে পাচ্ছেন না। আমি তখন গুলিস্তানে ছিলাম। বাসায় এসে ডাকাডাকি করে কোনেও সাড়া না পেয়ে থানায় খবর দেই। পুলিশ এসে দরজার ছিটকিনি ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।’

পাখির সহকর্মী খালেদা বলেন, ‘পাখির সঙ্গে তার আজ কথা হয়নি। সকালে সে ঘুমে থাকতেই পাখি ডিউটিতে চলে যান। দুপুরে তিনি ফেরার আগেই আমি ডিউটিতে চলে যাই। পরে খবর পেয়ে বাসায় এসে তার মৃতদেহ দেখতে পাই।’

পাখির সহকর্মী ও অন্যরা জানান, পাখির বাড়ি জয়পুরহাটে আবুল কালাম আজাদের মেয়ে। স্বামী একই এলাকার আরাফাত রহমান জয়পুরহাটে একটি প্রাইভেট ফার্মে চাকুরি করেন।

আরাফাতের মোবাইল ফোনে কথা হয়। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

সাবেক নার্স নেতা মো. আনিস জানান, তাদের কোনও সন্তান নেই। নতুন নিয়োগ পেয়েছে আট মাস আগে।

/এআইবি/এসএমএ/