ইমো'র মাধ্যমে নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার ২

ইমোযোগাযোগ অ্যাপস 'ইমো' র  মাধ্যমে নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রবিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাদের কাছ থেকে শতাধিক নারীর ব্যক্তিগত ছবি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে বিকাল ৩টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  বিস্তারিত জানানো হবে।’

/এআরআর/এসএনএইচ/