স্পিরুলিনা ওষুধ নাকি ফুড সাপ্লিমেন্ট, তদন্তের নির্দেশ

স্পিরুলিনা ট্যাবলেট (ছবি- সংগৃহীত)খাদ্য সহায়ক (ফুড সাপ্লিমেন্ট) হিসেবে মালয়েশিয়া থেকে ‘দেশান (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের’ আমদানি করা স্পিরুলিনা ট্যাবলেট ওষুধ নাকি ফুড সাপ্লিমেন্ট (খাদ্য সহায়ক) তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৬ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জামান আক্তার বুলবুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আইনজীবী জামান আক্তার বুলবুল বলেন, ‘আদালত আদেশে স্পিরুলিনা ট্যাবলেট খাদ্য সহায়ক নাকি ওষুধ, এর মধ্যে অ্যালকোহল আছে কিনা, তা পরীক্ষা করার জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করতে ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ওই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগের একজন অধ্যাপক ও একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আদালতের অবকাশের মাঝেই এই বিষয়টি চেম্বার জজ আদালতে উপস্থাপন করার জন্য বলা হয়।’

আইনজীবী জামান আক্তার বলেন, ‘খাদ্য সহায়ক (ফুড সাপ্লিমেন্ট) হিসেবে মালয়েশিয়া থেকে ‘দেশান (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের’ আমদানি করা ৭ লাখ ৩৩ হাজার ৯শ ৮০ পিস স্পিরুলিনা ট্যাবলেট ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি জব্দ করে ওষুধ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ওষুধ হিসেবে এটা জব্দ করা হয়। পাশাপাশি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল বিন ইলিয়াসকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে আমরা হাইকোর্টে রিট আবেদন করি। হাইকোর্ট ২০১৬ সালেল ১৮ মে এক আদেশে জব্দ করা ট্যাবলেট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।’

পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ২০১৬ সালের ২৭ জুন হাইকোর্টর আদেশ স্থগিত করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ নিয়মিত বেঞ্চে আপিল আবেদন দাখিল করে। এরপর রিট আবেদনকারী পক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত করতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করা হয়। আজ (বুধবার) সেই আবেদনের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

/এমটি/ এপিএইচ/

আরও পড়ুন:
আপনি প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি