মুক্তামনিকে কেবিনে স্থানান্তর

মুক্তামনিমুক্তামনিকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আহস্ট) দুপুরের দিকে তাকে কেবিনে নিয়ে আসা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।



তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তামনিকে একটু আগে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে এবং কোনও জটিলতা নেই।’
ডা. সামন্ত লাল আরও বলেন, ‘আগামী শনিবার ওর (মুক্তামনি) অপারেশন হচ্ছে না। আমরা রবিবারে সিদ্ধান্ত নেবো কবে তার পরবর্তী অপারেশন করা হবে।’
তিনি আরও বলেন, ‘মুক্তামনির বায়োপসির রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি। তবে শিগগিরই রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
মুক্তামনির বাবা মো. ইব্রাহীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়ে আমার খুবই ভালো আছে, হাসিখুসি আছে। আমার মেয়েকে কেবিনে রাখা হয়েছে। আমরা সারাক্ষণ এখন ওর পাশে থাকতে পারবো।’
উল্লেখ্য, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় সাতক্ষীরার মুক্তামনিকে। তার এই রোগটিকে বিরল রোগ বলা হলেও বায়োপসি করার পর জানা গেছে, মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে।
/জেএ/এআর/