শাবিপ্রবি’র নতুন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ




শাবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-১) বেগম জিন্নাত রেহানা বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়মানুযায়ী তিনি আজ (বৃহস্পতিবার) থেকে আগামী চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেন।
এর আগে ২০১৩ সালের ২৬ জুলাই থেকে শাবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন  অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়া।  গত ২৭ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়েছে।
সিনেট থাকায় ঢাবি, জাবি, চবি ও রাবিতে প্যানেল করে উপাচার্য নির্বাচন করার নিয়ম রয়েছে। তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিনেট না থাকায় সারসরি উপাচার্য নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ।

/আরএআর/এপিএইচ/